
মো: ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুর সদর উপজেলার হোতা পাড়ায় শ্যামলী রিসোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর-৩ আসনের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ কর্মশালা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৩ (গাজীপুর সদর) আসনের এমপি পদপ্রার্থী ও গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-৩ আসনের পরিচালক ও জেলা সিনিয়র নায়েবে আমীর মুহাম্মদ আব্দুল হাকিম।
এছাড়া উপস্থিত ছিলেন—
গাজীপুর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. মুস্তাফিজুর রহমান
গাজীপুর জেলা তারবিয়্যাত সেক্রেটারি মোহাম্মদউল্ল্যাহ
শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজ্জামেল হক
শ্রীপুর উপজেলা আমীর মো. নুরুল ইসলাম
গাজীপুর সদর উপজেলা আমীর মো. আলাউদ্দিন
অনুষ্ঠানে উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন টীম সদস্য এবং উলামা, পেশাজীবী ও যুব টীমের বিভাগীয় সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় অতিথিবৃন্দ কোরআন ও হাদিসের আলোকে দায়িত্ব পালনের গুরুত্ব বিষয়ে নসীহা প্রদান করেন।