মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগী বাজারে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলে এ আয়োজন। বিপুলসংখ্যক নারী-পুরুষ ও শিশুর উপস্থিতিতে খেলা জমে ওঠে।
হাট কমিটির আয়োজনে ঢোল ও গানের তালে তালে সাপুড়েরা নানা ভঙ্গিমায় নাচেন। তাদের সঙ্গে সাপও নাচের মতো অঙ্গভঙ্গি করে। কেউ গলায় সাপ জড়িয়ে কসরত দেখান, কেউবা হাতে ছোবল খাওয়ার অভিনয় করেন।
রঘুনাথপুর থেকে খেলা দেখতে আসা আমিনুল ইসলাম বলেন, “সাপ ভয়ংকর প্রাণী। অথচ সাপুড়ের কথায় সাপ দুলছে, গলায় জড়াচ্ছে, আবার ছোবল দিচ্ছে—দেখলে অবাক লাগে।”
হাট কমিটির সাধারণ সম্পাদক মদন কুমার ঘোষ জানান, সাপুড়ে সর্দার দ্বীনেশ কুমার দেবনাথের ইশারায় সাপেরা নাচে ও বিভিন্ন কসরত দেখায়। “এটি শুধু বিনোদন নয়, মর্যাদার লড়াইও বটে,” তিনি মন্তব্য করেন।
এ খেলায় অংশ নেয় দুই দলের ১০–১২ জন সাপুড়ে। হাট কমিটির সভাপতি মোঃ রিপন শাহ বলেন, “ডুগডুগীসহ তারিনীপুর, লোকনাথপুর, বাস্তপুর, রঘুনাথপুর, কাদিপুর, হাউলী, দুধপাতিলা, জয়রামপুর প্রভৃতি এলাকা থেকে অসংখ্য মানুষ এসেছে। এত মানুষের অংশগ্রহণই আমাদের বড় প্রাপ্তি।”
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.