মোঃ ছিরু মিয়া: গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়ায় অবস্থিত কোয়ালিটি লার্নার স্কুলে গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সারাদিন ব্যাপী সকাল থেকে টিকাদান কর্মসূচি চলে। সকল অভিভাবক উপস্থিত থেকে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে টিকা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এটি একটি সারাদেশে চলমান টিকাদান কর্মসূচির অংশ, যা দেশের সব স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই উদ্যোগ প্রশংসনীয় বলে অভিহিত হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.