মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট:
দেশ ও সমাজের উন্নয়নে পেশাজীবী শ্রেণির অবদান অনস্বীকার্য উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ বলেছেন,
> “আপনারাই সমাজের মেধা ও নেতৃত্বের প্রতিনিধিত্ব করেন। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি জনগণের সেবা করার সুযোগ পাই, তাহলে পেশাজীবিদের মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখব।”
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টায় জয়পুরহাট শহর পেশাজীবী রিপ্রেজেন্টেটিভ ইউনিট আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শহরের নতুনহাট এলাকার কুসুম কিচেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন কাওসার হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ফজলুর রহমান সাইদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পেশাজীবী ফোরামের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার আমীর মুফতি সাইদুর রহমান, শহর সেক্রেটারি মিজানুর রহমান, শহর পেশাজীবী ফোরামের সভাপতি মাওলানা আব্দুর রহিম, সহ-সভাপতি মাশরেকুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ ও পেশাজীবী রিপ্রেজেন্টেটিভগণ।
বিশেষ অতিথি প্রভাষক মোস্তাফিজুর রহমান বলেন,
> “বর্তমান প্রেক্ষাপটে পেশাজীবিদের ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। আমরা চাই একটি নৈতিক ও ন্যায়নিষ্ঠ সমাজ, যেখানে জনগণের স্বার্থই হবে রাজনীতির মূল ভিত্তি। জয়পুরহাটের পেশাজীবিরা সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।”
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে পেশাজীবিদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও ন্যায়নিষ্ঠ সমাজ গড়ে তোলা সম্ভব।
সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.