অনিক রায়, ফরিদপুর প্রতিনিধি | আজকের জাগরণ
ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে অবিলম্বে ফরিদপুর বিভাগ ঘোষণার দাবিতে আয়োজিত এ সমাবেশে বিপুল জনসমাগম হয়। সমাবেশ শেষে সকাল ১১টায় প্রেসক্লাব চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুজিব সড়ক, জনতা ব্যাংক মোড়, আলীপুর মোড়, হাসিবুল হাসান লাবলু সড়ক, কবি জসীমউদ্দিন সড়ক হয়ে সুপার মার্কেট মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে দুপুর ১২টায় শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা নানা স্লোগানধারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শ্লোগান দেন—
“ফরিদপুর বিভাগ নিয়ে টালবাহানা মানব না” “ফরিদপুরের সঙ্গে বৈষম্য মানি না, মানব না”“ফরিদপুর বিভাগ দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী শহিদুল ইসলাম বাবুল।
তিনি বলেন,
“এই দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি ফরিদপুরের ২৫ লাখ মানুষের দাবি। বাংলাদেশের ১০টি প্রাচীন জেলার মধ্যে ফরিদপুর অন্যতম, অথচ আজও আমরা অবহেলিত। এই সরকারের আমলেই ফরিদপুর বিভাগ বাস্তবায়নের পূর্ণাঙ্গ সিদ্ধান্ত দিতে হবে।”
তিনি আরও দাবি জানান—
> “ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ভাঙ্গা-ফরিদপুর সড়ক ছয় লেনে উন্নীতকরণ এবং দৌলতদিয়া-আরিচায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে হবে।”
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন।
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি আলতাফ হোসেন বলেন,
“ফরিদপুর বিভাগ আমাদের ন্যায্য দাবি। তরুণ সমাজ জেগেছে—এ দাবি আদায় করবই।”
বক্তারা অভিযোগ করেন, বিগত সময়ে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফরিদপুরকে বঞ্চিত করেছে। জেলার বড় বড় দপ্তর গোপালগঞ্জে সরিয়ে নেওয়া হয়েছে। মাদারীপুর ও শরীয়তপুরে বিভাগবিরোধী আন্দোলন আওয়ামী লীগের মদদে চলছে বলে অভিযোগ করেন তারা।
সমাবেশে আরও বক্তব্য দেন—
জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া (স্বপন),
জেলা জামায়াতের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহম্মেদ,
জেলা খেলাফত মজলিশের সভাপতি আবু নাসের,
এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
📢 উপসংহার:
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দেন—ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত না এলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.