জয়পুরহাটে পুরানাপৈল রেলগেটে ভাঙা বার, বড় দুর্ঘটনার শঙ্কা
মোস্তাফিজুর রহমান জয়পুরহাট প্রতিনিধি: আজকের জাগরণ
জয়পুরহাট শহরের অদূরে পুরানাপৈল রেলগেটের পূর্ব পার্শ্বের নিরাপত্তা বারটি দুই দিন আগে ভেঙে পড়লেও এখনো তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এই গুরুত্বপূর্ণ রেলক্রসিংটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
১৪ সেপ্টম্বর মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, রেলগেটের একটি পাশ সম্পূর্ণরূপে খোলা থাকায় রেললাইন পারাপারকারী পথচারী ও যানবাহনের চলাচলে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। গেটম্যান ইমরান হোসেন বলেন, বার ভেঙে যাওয়ার পর দুই পাশেই সাময়িকভাবে দড়ি বেধে ব্যারিকেড দিয়ে নিরাপত্তার কাজ চালানো হচ্ছে। কিন্তু এতে নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। গেটবিহীন অবস্থায় কাজ করাটা আমার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, পুরানাপৈল রেলক্রসিং- এ নিকট অতীতে বেশ কয়েকটি বড় ধরনে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ভাঙা বারের কারণে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আরও বড় দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিগত দিনে এই রেলগেটে বেশকিছু দুর্ঘটনা ঘটেছে। গত ২ দিনে ত্রুটিপূর্ণ রেলক্রসিংটি দূ্র্ঘনার শংকা আরো প্রকট করে তুলেছে। কিন্তু রেল কর্তৃপক্ষের যেন কোনো মাথাব্যথা নেই। সময়মতো সংস্কার না হলে কোনো বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় কে নেবে?"*
তাদের দাবি, দ্রুত ভেঙে যাওয়া বারটি মেরামত করে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করতে হবে, যাতে জনসাধারণ নিরাপদে রেললাইন পার হতে পারে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.