মোঃ মিনারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি | আজকের জাগরণ
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ধরা পড়েছে এলাকার চিহ্নিত মাদক নেটওয়ার্কের নেতা ও স্বঘোষিত ‘মাদক সম্রাট’ মগরব আলী (৪৪)।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকার ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীরের নিবিড় তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টা ৫০ মিনিটে দক্ষিণ চাঁদপুর বাসস্ট্যান্ডপাড়া মিঠাই ঘর দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দক্ষতার সঙ্গে মগরব আলীকে হাতেনাতে আটক করেন।
তল্লাশির সময় তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।
ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন,
> “মাদকমুক্ত সমাজ গঠনে দর্শনা থানা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসার সঙ্গে জড়িত যেই হোক না কেন, তাদের জন্য দর্শনার মাটিতে কোনো ছাড় নেই।”
তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে এবং মাদকের মূল হোতাদের নির্মূল না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
দীর্ঘদিন ধরে এলাকার এই চিহ্নিত মাদক কারবারির কারণে স্থানীয়রা অতিষ্ঠ ছিলেন। তার গ্রেফতারে দক্ষিণ চাঁদপুরসহ আশপাশের এলাকায় স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।
স্থানীয়রা বলেন,
> “পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযান আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করছে। আমরা চাই, এই কঠোরতা যেন অব্যাহত থাকে।”
মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের এই অভিযান এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দু
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.