অনিক রায়,ফরিদপুর।
ফরিদপুরের নদীভাঙনের আগ্রাসনে জীবনযাত্রায় ব্যাপক ঝুঁকিতে পড়া ২৫৫টি পরিবারকে নগদ ৫ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) এ কে আজাদ।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় পৌঁছে তিনি এসব পরিবারকে হাতে হাতে অর্থ অনুদান তুলে দেন। এই কর্মসূচির পূর্বে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নদী ভাঙনের ক্ষয়ক্ষতি ও দুর্দশার চিত্র নিজ চোখে দেখেন এ কে আজাদ।
[video width="848" height="556" mp4="https://ajkerjagaran.com/wp-content/uploads/2025/10/VID-20251011-WA0069.mp4"][/video]
ইউসুফ মাতুব্বর ও জয়নাল মাতুব্বরের ডাঙ্গী এলাকায় এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্গঠন ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি পদ্মা নদীর ভাঙন থেকে চরাঞ্চলের জনপদ রক্ষায় স্থানীয় প্রশাসন ও সরকারের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
একই সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও এ কে আজাদকে অংশ নিতে আহ্বান জানান সাধারণ মানুষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, প্রখ্যাত লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, স্থানীয় জননেতা ফারুক হোসেন, আক্তারুজ্জামান সহ ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.