গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: মোঃ ছিৰু মিয়া
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলাধীন পশারগাতী ইউনিয়ন পরিষদ ও পশারগাতী ইউনিয়ন ডিজিটাল সেন্টার, উজানী ইউনিয়ন পরিষদ এবং উজানী ইউনিয়ন ডিজিটাল সেন্টার অদ্য ০৯/১০/২০২৫ তারিখে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ কামরুজ্জামান।
পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম আমিরুল মোস্তফা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা প্রভাশ কুমার এবং অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টারের কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি স্থানীয় জনগণের সেবার মান উন্নয়ন, ডিজিটাল সেবা প্রসার এবং প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে জেলা প্রশাসক স্থানীয় জনগণের সঙ্গে সংক্ষিপ্ত সংলাপে অংশ নিয়ে তাদের সমস্যা ও মতামত শোনেন। জেলা প্রশাসকের নির্দেশক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ইউনিয়ন পর্যায়ে জনগণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.