আৰেফিন মুক্তা, মুকসুদপুর, প্রতিনিধি ,গোপালগঞ্জ | আজকের জাগরণ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর রেলস্টেশনে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। আজ ৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ৭৫ বছর বয়সী বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা আনুমানিক ১০টা থেকে ১১টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধাকে কেউ বা কারা রেলস্টেশনে রেখে যায় এবং বলে যায় যে, পরে এসে তাকে নিয়ে যাবে। তিনি জানান, রেলে করে ভাঙ্গা যাবেন।
স্থানীয়রা তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি রেলেই যাবেন বলে জেদ ধরে বসে থাকেন। সন্ধ্যা ঘনিয়ে এলে তিনি রেল লাইনের মাঝখানে বসে পড়েন। পরে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন মুকসুদপুর রেলস্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশের বিভিন্ন অংশ সংগ্রহ করে প্যাকেটের মাধ্যমে উদ্ধার করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.