সংবাদদাতা: আজকের জাগরণ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে ০৩/১০/২০২৫ইং তারিখ, শুক্রবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শত শত দর্শনার্থীর উপস্থিতিতে এ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাসানুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা মন্ডল, এবং ননীক্ষীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মজিবর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব পলাশ কুমার দেবনাথ।
[caption id="attachment_1109" align="alignnone" width="1080"] গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতার এক মনোরম মুহূর্ত”[/caption]
প্রতিযোগিতায় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে নৌকা অংশগ্রহণ করে। নদীর দুই পাড় জুড়ে হাজারো মানুষের সমাগম হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকা দলকে পুরস্কৃত করা হয়।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “নৌকাবাইচ গ্রামীণ বাংলার একটি প্রাচীন লোকজ ঐতিহ্য। এটি শুধু বিনোদন নয়, বরং মানুষের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে।” তারা এ ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
দিনভর চলে আনন্দ-উল্লাস, ঢাক-ঢোলের বাদ্য আর উৎসবমুখর পরিবেশ। এ আয়োজনে এলাকায় সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.