চিচেস্টার সিটির ফুটবল ক্লাবের ২১ বছর বয়সী খেলোয়াড় বিলি ভিগার মারা গেছেন। তিনি আগে আর্সেনালের যুব দলে খেলেছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিগার গত সপ্তাহান্তে উইঙ্গেট অ্যান্ড ফিঞ্চলির মাঠে অনুষ্ঠিত ইস্টমিয়ান লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে বল ধরে রাখার সময় কংক্রিটের দেয়ালে আঘাত পান। তাকে হাসপাতালে নিয়ে গেলে ইন্ডিউসড কোমায় রাখা হয় এবং মঙ্গলবার অস্ত্রোপচার করা হয়। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
চিচেস্টার সিটি ক্লাব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, “বিলি ভিগারের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। এই কঠিন সময়ে তার পরিবারের ব্যক্তিগত বিষয় রক্ষা করার অনুরোধ করছি। বিশ্রাম নিন, বিলি। চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।”
ভিগারের মৃত্যুতে শনিবার লুইসের বিপক্ষে চিচেস্টার সিটির ম্যাচ স্থগিত করা হয়েছে। তিনি আর্সেনাল ছাড়ার আগে কখনো সিনিয়র দলে খেলেননি, তবে ডার্বি অনূর্ধ্ব-২১, হেস্টিংস ও ইস্টবর্ন দলে খেলেছেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.