ইরানের ওপর আবারও অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা জারি করছে জাতিসংঘ। পারমাণবিক কর্মসূচি নিয়ে এক দশক আগে হওয়া চুক্তির পর যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল, তা আগামীকাল রবিবার মধ্যরাত থেকে পুনরায় কার্যকর হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ প্রক্রিয়া শুরু করে। ইরানকে কূটনৈতিক সমাধানের জন্য ৩০ দিনের সময় দেওয়া হলেও তা কাজে আসেনি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ পদক্ষেপকে ‘অন্যায্য, অবিচারপূর্ণ ও অবৈধ’ বলে মন্তব্য করেছেন। এদিকে চীন ও রাশিয়ার উদ্যোগে ছয় মাস বিলম্বিত করার প্রস্তাব উঠলেও ১৫ সদস্যের মধ্যে মাত্র চারজন সমর্থন করায় তা গৃহীত হয়নি।
ফলে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কের ওপর বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.