বাংলাদেশ থেকে এবারের অস্কারে যাচ্ছে লিসা গাজী নির্মিত সিনেমা ‘বাড়ির নাম শাহানা’। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে জমা পড়া পাঁচটি সিনেমার মধ্য থেকে এটি চূড়ান্ত করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি।
শনিবার সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন অস্কার কমিটির সদস্যরা, আবেদনকৃত সিনেমার প্রতিনিধিরা, সাংবাদিক ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চলতি মাসের শুরুর দিকে ৯৮তম অস্কারে সেরা আন্তর্জাতিক ভাষার সিনেমা বিভাগে পাঠানোর জন্য আহ্বান জানায় বাংলাদেশ অস্কার কমিটি। ১৬ সেপ্টেম্বর ছিল সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ। নির্ধারিত সময়ে জমা পড়ে পাঁচটি সিনেমা— ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’।
মনোনীত হওয়ার পর সিনেমাটির অন্যতম প্রযোজক আরিফুর রহমান বলেন, “আমার যে টিম, কাজের বাইরেও তাদের সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। শুরু থেকেই আমি তাদের বিশ্বাস করেছি। আজকে যখন এই ঘোষণা দেওয়া হলো, তখন মনে হয়েছে বিশ্বাসের মর্যাদা রাখা হয়েছে।”
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। এটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
আগে তথ্যচিত্র নির্মাণ করলেও লিসা গাজীর এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নিজের গল্প থেকে আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন তিনি।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.