গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গাড়লগাতী গ্রামের কৃতি সন্তান জনাব মোঃ লিয়াকত আলী খান জাশু গত ২৫শে সেপ্টেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শৈশব থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। স্থানীয় মিতালী সংঘ ক্লাব ও সমিতির সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। নাটক, যাত্রা ও গানে তার পারদর্শিতা সকলকে মুগ্ধ করত। মঞ্চে নায়কের ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকদের হৃদয় জয় করেছিলেন। এলাকার বিনোদনমূলক প্রতিটি আয়োজনে তার সরব উপস্থিতি ছিল আনন্দের উৎস।
কর্মজীবনে তিনি প্রথমে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এ যোগ দেন এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে দায়িত্ব পালন করেন। দেশসেবার প্রতি তার নিষ্ঠা, সততা ও পেশাগত দক্ষতা ছিল প্রশংসনীয়। তিনি তার দায়িত্ব সর্বদা আন্তরিকতা ও সততার সাথে সম্পন্ন করেছেন।
জনাব লিয়াকত আলী খান জাশু শুধু একজন সৎ পুলিশ কর্মকর্তা নন, বরং একজন ধার্মিক, সংস্কৃতিমনা ও মানবপ্রেমী মানুষ ছিলেন। তার জীবন ও কর্ম তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও সমগ্র এলাকাবাসী গভীর শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.