অনিক রায়, ফরিদপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৫
দীর্ঘদিনের ভোগান্তি কাটাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার মেহেরদিয়া, মজলিশপুর ও দফা উত্তরপাড়া গ্রামের মানুষ নিজেরাই এগিয়ে এসেছেন সড়ক নির্মাণে। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে তারা তৈরি করেছেন একটি সংযোগ সড়ক, যা এক যুগ আগে নির্মিত সেতুর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে।
২০০৩ সালে মেহেরদিয়া গ্রামে একটি সেতু নির্মাণ করা হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এতদিন সেটি অকার্যকর অবস্থায় পড়ে ছিল। ফলে প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো স্থানীয়দের।
অবশেষে তিন গ্রামের মানুষ মিলে প্রায় চার লাখ টাকা সংগ্রহ করে ও স্বেচ্ছাশ্রম দিয়ে নির্মাণ শুরু করেন সেই বহুপ্রতীক্ষিত সড়কের। গতকাল (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ ইট, বালু ও রড তুলছেন, কেউ কোদাল চালাচ্ছেন—সবার একটাই লক্ষ্য, গ্রামের মানুষদের জন্য একটি চলাচলযোগ্য রাস্তা তৈরি করা।
স্থানীয়রা জানান, বহুবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন করেও কাজ হয়নি। তাই অবশেষে এলাকার যুবক, কৃষক, ছাত্র ও ব্যবসায়ীরা নিজেরাই উদ্যোগ নেন। কেউ দিয়েছেন অর্থ, কেউবা শ্রম দিয়ে সরাসরি কাজ করেছেন।
এক কলেজ শিক্ষার্থী বলেন,
> “অনেকবার অভিযোগ জানিয়েও কোনো ফল পাইনি। শেষে ভেবেছি, নিজেরাই যদি কিছু না করি, তাহলে দুর্ভোগ থেকেই যাবে। তাই সবাই মিলে টাকা তুলে রাস্তা বানানোর কাজ শুরু করি।”
এই মহতী উদ্যোগে অংশ নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ—ছাত্র, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বেকার যুবকেরাও।
স্থানীয় এক জনপ্রতিনিধি বলেন,
> “আমাদের গ্রামের তরুণরা যেভাবে নিজেরাই উদ্যোগ নিয়ে সড়ক নির্মাণ করেছে, তা নিঃসন্দেহে অনুকরণীয়। আশা করি, সরকারিভাবেও ভবিষ্যতে সড়কটি টেকসইভাবে উন্নয়ন করা হবে।”
গ্রামবাসীর আশা—এই সড়ক চালু হলে সহজেই হাট-বাজার, স্কুল-কলেজ ও স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করা সম্ভব হবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.