মুকসুদপুর প্রতিনিধি : আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের পাঁচ নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলার মহারাজপুর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন— মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সহসভাপতি সৈয়াদ নোমান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বাবলু শেখ, বন ও পরিবেশ সম্পাদক আজিজ ফকির, সদস্য লিটন মুন্সি এবং সদস্য খায়ের খান।
সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে তারা বলেন,
“আমরা আজ থেকে আওয়ামী লীগের সকল প্রকার পদ-পদবি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
তবে পদত্যাগের পেছনে কোনো নির্দিষ্ট কারণ তারা উল্লেখ করেননি। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.