নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ |
১২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার | ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান।
তিনি বলেন, “গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন প্রয়োজনীয় সব প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। তবে কেউ যদি নির্বাচনকে বানচাল করতে বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সোমবার (১২ জানুয়ারি) মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, গোপালগঞ্জ জেলা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (নাম অনুল্লেখিত), গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম এবং মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ নুরু আমিন।
সভায় মুকসুদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান গোপালগঞ্জ-১ আসনের অন্তর্ভুক্ত মুকসুদপুর উপজেলার বিভিন্ন নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকৃত কেন্দ্রগুলো হলো— বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজ, মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রাম ইসলামী দাখিল মাদ্রাসা এবং মুকসুদপুর পৌরসভার গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.