মাদারীপুর প্রতিনিধি: আজকের জাগরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে কঠোর ও স্পষ্ট বার্তা দিয়েছেন মাদারীপুর জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, এবার যারা নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়েই যাবেন।” আগের মতো কোনো অনিয়ম বা বিশৃঙ্খল পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।
সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “যারা দায়িত্ব পালনে ভয় পান, তারা আগেই জানিয়ে দিন। আমরা তাদের বাদ দিয়েই নির্বাচন পরিচালনা করব। কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেওয়া হবে না।”
জেলা প্রশাসক আরও বলেন, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। পরিস্থিতি অনুযায়ী সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী কর্মকর্তাদের পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।
তিনি বলেন, “সবার সম্মিলিত সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের কাছে উপহার দিতে চাই। এটি আমাদের দৃঢ় অঙ্গীকার।”
সদর উপজেলার সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.