ফরিদপুর প্রতিনিধি | আজকের জাগরণ
ফরিদপুরে বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ (২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম। তিনি বক্তব্যে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর; জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুর; জনাব আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় নবনির্বাচিত সাংবাদিক সদস্যরা পেশাগত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.