চট্টগ্রাম প্রতিনিধি : আজকের জাগরণ
চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম সিকদার (৪৮) নামের যুবদলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে নিজ বাসা থেকে প্রায় ২০০ মিটার দূরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে জানে আলম পাশের অলিমিয়াহাট বাজার থেকে ইটের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির কাছাকাছি পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছ থেকে জানে আলমকে পরপর দুই রাউন্ড গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।
নিহত জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন। তিনি একসময় স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকলেও সাম্প্রতিক সময়ে তেমন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা।
নিহতের পরিবারের সদস্যরা জানান, জানে আলমের সঙ্গে কারও প্রকাশ্য শত্রুতা ছিল না। হঠাৎ করে কেন তাকে টার্গেট করা হলো—তা তারা বুঝতে পারছেন না।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ বলেন, জানে আলম তার একই এলাকার বাসিন্দা। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলেও জানান তিনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় অংশ নেওয়া তিনজনকে শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিহতের পরিবারের সদস্যরা বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জানে আলম ৫ আগস্টের আগে বাড়িছাড়া ছিলেন। ক্ষমতার পরিবর্তনের পর তিনি এলাকায় ফেরেন। এরপর পশ্চিম গুজরা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এক প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। সম্প্রতি তিনি কারাগার থেকে মুক্তি পান।
এ ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, একই দিন যশোরের মণিরামপুর উপজেলায় রানা প্রতাপ বৈরাগী (৩৮) নামের এক যুবক দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.