নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ
গোপালগঞ্জ জেলায় কর্মরত সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন গোপালগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ। বৃহস্পতিবার, পহেলা জানুয়ারি ২০২৬ তারিখে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তিনি নব-পদোন্নত পুলিশ সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পদোন্নতির মাধ্যমে দায়িত্ব যেমন বাড়ে, তেমনি জনগণের প্রতি জবাবদিহিতাও আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি নব-পদোন্নত সদস্যদের পেশাগত সততা বজায় রেখে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি তাঁদের কর্মজীবনের ধারাবাহিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা র্যাংক ব্যাজ গ্রহণের মাধ্যমে নতুন দায়িত্ব ও মর্যাদায় নিজেদের আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আফতাব উদ্দিন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব মোহাম্মদ জিয়াউল হক। তাঁরা নব-পদোন্নত পুলিশ সদস্যদের অভিনন্দন জানান এবং তাঁদের পেশাগত জীবনে সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে নব-পদোন্নত পুলিশ সদস্যদের সঙ্গে পুলিশ সুপার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা বিনিময় করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.