নিজস্ব প্রতিবেদক : আজকের জাগরণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের ওপর সম্প্রতি ঘটে যাওয়া লাঞ্ছনা ও চাঁদাবাজি নিয়ে প্রতিবাদ জারি রাখতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তারা বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা শহীদ মিনার চত্বরে এই মানববন্ধনে অংশ নেন। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ, নবীন কুমার রায়, বাংলাদেশ শিক্ষক সমিতি কাশিয়ানীর সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল চৌধুরী, মনিরুল হাসান বুলবুল, শিক্ষক শরীফ মাসুদুন নবী, কুতুব উদ্দিন, আসিফ আহমেদ ও মামুনুর রশিদ। তারা বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকরা লাঞ্ছিত এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজির শিকার হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মূল হোতা লিটন শিকদারকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
মানববন্ধনকারীরা আরও হুশিয়ারি দেন যে, কর্মকর্তা ও শিক্ষকদের সম্মান রক্ষা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
উল্লেখ্য, ২২ অক্টোবর ২০২৫ তারিখে লিটন শিকদার নামে এক যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে ওই যুবক লোকজন নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারকে মারতে উদ্যত হন। এছাড়া সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ এবং নবীন কুমার রায়কেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তারা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.