নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সরকারি জমি থেকে অনুমতি ছাড়া মূল্যবান গাছ কাটার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) মুকসুদপুর উপজেলার মুকসুদপুর গ্রামের বাসিন্দা লিয়াকত আলী লাকু (পিতা: মৃত মালেক শেখ) সরকারি জমিতে অবৈধভাবে গাছ কাটার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.