নিজস্ব প্রতিনিধি:| আজকের জাগরণ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সিনথিয়া খানম মিষ্টি (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার তারাইল গ্রামের একটি বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিনথিয়া খানম মিষ্টি কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সিনথিয়া বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সোমবার শিশুটির মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তারাইল গ্রামের একটি বাগানে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান,
“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”
এ মর্মান্তিক ঘটনায় নিহত শিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.