মো: ইয়াকুব আলী তালুকদার: জেলা প্রতিনিধি, গাজীপুর : আজকের জাগরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সদ্য শহীদ শরীফ ওসমান বিন হাদির মাগফিরাত কামনায় গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ৪৯ নম্বর ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১লা জানুয়ারি বৃহস্পতি বার) বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা ৪৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
৪৯ নম্বর ওয়ার্ড আমীর আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমীর মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক ও আপসহীন নেত্রী। পতিত স্বৈরাচার তার ওপর দীর্ঘদিন জুলুম-নির্যাতন চালালেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি। বরং দেশ ও দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি সব প্রতিকূলতার মুখে দেশেই অবস্থান করেছেন।
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া বারবার বলেছেন—এই দেশের মানুষই আমার সব।” তার এই বক্তব্যের মধ্য দিয়েই তার দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন ঘটে। বক্তারা তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান এবং ত্যাগ-তিতিক্ষার বিভিন্ন দিক আলোচনায় তুলে ধরেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহিন মিয়া, সাবেক কাউন্সিলর সেলিনা কাদির, শহীদ শাকিল পারভেজের পিতা বেলায়েত হোসেনসহ জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.