নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। তিনটি ইউনিটে মোট ৯৬ হাজার ৬১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ৮৯০টি আসনের বিপরীতে এবার গড়ে প্রতি আসনে লড়বেন ১০৮ জন ভর্তিচ্ছু।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে ৪৬ হাজার ২৪৭টি আবেদন জমা পড়েছে। ফলে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ১৫৪ জন শিক্ষার্থী।
কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৫৬৪ জন শিক্ষার্থী, যেখানে প্রতি আসনে লড়বেন ৯৬ জন।
এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১২ হাজার ৮০১ জন, ফলে প্রতি আসনে প্রতিযোগী ৬৪ জন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এবং এবার ভর্তি পরীক্ষা কুমিল্লা ও রাজশাহী—এই দুই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.