কাউনিয়ায় গণভোট বিষয়ে জনসচেতনতায় উপজেলা প্রসাশনের প্রচারণ
জহির রায়হান কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ আজকের জাগরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আগামী ১২ ফেব্রুয়ারি হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একই সঙ্গে বিরতিহীনভাবে চলবে।
গণভোটের ব্যাপারে ব্যাপক জনসচেতনতার লক্ষ্যে সারাদেশে ব্যানার ও লিফলেট দিয়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায়
রংপুরের কাউনিয়ায় প্রচার প্রচারণা চালিয়েছে উপজেলা প্রসাশন কাউনিয়া।
সকাল ১০ঘটিকার সময় রংপুর কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাস স্ট্যান্ডে সড়কের পাশে দাড়িয়ে এই প্রচারনারচালানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাহের আলী, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় উপজেলা নির্বাহী আফিসার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে একইসাথে গণভোট হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারের সাথে গণভোটের একটি ব্যালট পেপার সরবরাহ করা হবে এবং গণভোটের ব্যালট পেপারে ‘হ্যাঁ’ বা ‘না’ তে সিল দিয়ে ব্যালট পেপার ভাঁজ করে নির্ধারিত ব্যালট বাক্সে ফেলবেন। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে, ভোটার গণভোটের পোস্টাল ব্যালট পেপারে (ফরম-২) হ্যাঁ বা না এর পাশে ফাঁকা ঘরে টিক বা ক্রস চিহ্ন দিয়ে প্রদান করে তাঁর ভোট/মত প্রকাশ করবেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.