মুকসুদপুর উপজেলা প্রতিনিধি—আজকের জাগরণ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির। মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাৎ হোসেন মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা মাধ্যমিক হিসাবরক্ষক কর্মকর্তা মো. জাকির হোসেন, এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
এ প্রতিযোগিতায় মুকসুদপুর উপজেলার ৪১টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং ১৮টি এমপিওভুক্ত দাখিল মাদ্রাসা—মোট ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, তারা গাঁজা, ইয়াবাসহ সকল প্রকার মাদক থেকে দূরে থাকে।” তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে দেশের সুনাম বিশ্বমঞ্চে উজ্জ্বল করার জন্য চেষ্টা করতে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.