এম এ আউয়াল আশিকঃ আজকের জাগরণ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কেয়াইন ইউনিয়ন বিকল্প ধারার সহ-সভাপতি মীর আলী শেখ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম ও আজিজুল হক খান। এছাড়াও বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার, রাজানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নিজেই দোয়া ও মিলাদ পরিচালনা করেন।
মুনাজাতে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের জনগণের হৃদয়ের নেতা। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া অব্যাহত রয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.