স্টাফ রিপোর্টার : আজকের জাগরণ
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় অনলাইন সংবাদমাধ্যম নজরবিডি ডটকম–এর সম্পাদক ও প্রকাশক মো. আমিনুল ইসলাম–কে সম্মাননা স্মারক প্রদান করেছে মুকসুদপুর প্রেসক্লাব।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর কিন্তু হৃদ্যতাপূর্ণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন মো. আমিনুল ইসলাম এবং উপদেষ্টা মো. ইব্রাহিম খলিল–এর হাতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মো. ছিরু মিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে নজরবিডি ডটকমের উপদেষ্টা মো. ইব্রাহিম খলিল বলেন,
“সংবাদমাধ্যমের মূল শক্তি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো। নজরবিডি শুরু থেকেই দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে—এমনটাই আমরা প্রত্যাশা করি।”
সম্মাননা গ্রহণ করে প্রধান অতিথি মো. আমিনুল ইসলাম বলেন,
“নজরবিডি দেশ ও জনগণের কথা বলতে প্রতিশ্রুতিবদ্ধ। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে আমাদের তরুণ সাংবাদিকদের একটি দল নিষ্ঠার সঙ্গে কাজ করছে। স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা ও পাঠকদের আস্থাই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি।”
তিনি আরও বলেন,
“সাংবাদিকতা কোনো ব্যক্তিস্বার্থের বিষয় নয়; এটি রাষ্ট্র ও জনগণের কল্যাণে পরিচালিত একটি দায়িত্ব। সমাজের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি এর অন্তর্নিহিত কারণ অনুসন্ধান করাও সাংবাদিকের কর্তব্য। সততা, সাহস ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে পারলেই সাংবাদিকতা সমাজ পরিবর্তনের কার্যকর হাতিয়ার হতে পারে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মামুন মোল্লা, কার্যনির্বাহী সদস্য নূর আলম শেখ, মিরান গাজীসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.