স্টাফ রিপোর্টার | আজকের জাগরণ
গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমুদ্দিন (এসজে) মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সুকদেব পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম. এ. নইম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের, সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ গঠন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়তে শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠান শেষে তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.