স্টাফ রিপোর্টার | আজকের জাগরণ
আজ ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক, গোপালগঞ্জ জনাব মোঃ আরিফ-উজ-জামান এবং সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ। তাঁরা বিজয় দিবসের প্যারেডে সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল ও কলেজ থেকে আগত কোমলমতি শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে দিনের শুরুতে সূর্যোদয়ের পরপরই গোপালগঞ্জ স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়াও কুচকাওয়াজ শেষে একাত্তরের বধ্যভূমি (জয়বাংলা পুকুর) এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.