
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবলিয়া পাড়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডে এক শ্রমিককে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
কারখানার একাধিক শ্রমিক সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ওই শ্রমিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর কারখানার মুসলিম শ্রমিকরা একত্রিত হয়ে কোম্পানির মানবসম্পদ (এইচআর) ও প্রশাসন বিভাগকে অবহিত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে শ্রমিকদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। একপর্যায়ে খবরটি কারখানার বাইরে ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু মানুষও সেখানে জড়ো হন। পরে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের ১ নম্বর গেটের সামনে শ্রমিক ও স্থানীয়দের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি শুরু হয়।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে কারখানার নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত শ্রমিককে নিজেদের হেফাজতে রাখেন। পরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে তাকে কারখানার বাইরে আনা হলে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে ওই শ্রমিক গুরুতরভাবে আহত হন এবং পরে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.