বিশেষ প্ৰতিবেদক: আজকের জাগরণ
ফরিদপুরের বোয়ালমারীতে বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আরিফুর রহমান দোলনের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী রেলস্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বোয়ালমারী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে পথসভায় পরিণত হয়। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পথসভায় বোয়ালমারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহাদাত হোসেন অনিক বলেন, “বিগত ১৭ বছরে আওয়ামী লীগ গুম, খুন ও ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছে। আমরা শুনতে পাচ্ছি, আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম দোসর এবং ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ফরিদপুর-১ আসন থেকে নির্বাচন করতে চায়। ফরিদপুর-১ আসনের জনগণ কোনোভাবেই এটি মেনে নেবে না।”
আরেক ছাত্রনেতা জনি বলেন, “আরিফুর রহমান দোলন আওয়ামী লীগের সুবিধাভোগী নেতা ছিলেন এবং শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন। এখন তিনি আবার নির্বাচন করতে চাইছেন। ফরিদপুরের জনগণের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”
বক্তারা আরও বলেন, বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান আন্দোলন অব্যাহত থাকবে এবং বিতর্কিত ও সুবিধাভোগী নেতাদের রাজনীতিতে পুনরাবির্ভাব রুখে দিতে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।
মশাল মিছিল ও পথসভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.