আরেফিন মুক্তা , মুকসুদপুর, গোপালগঞ্জ (প্রতিনিধি) : আজকের জাগরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সকল ভোটকেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল হাছনাত।
সভায় নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ, নির্বাচনী আচরণবিধি মেনে চলা, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ভোটকেন্দ্র পর্যবেক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ আবুল হাছনাত তার বক্তব্যে বলেন, “প্রতিটি ভোটার যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—এটাই আমাদের প্রধান লক্ষ্য। এজন্য প্রত্যেক ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
সভায় বক্তারা নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণ, বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের সহায়তা, কেন্দ্রভিত্তিক যোগাযোগ ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা অভিজ্ঞতা ও মতামত বিনিময় করে নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী করার জন্য প্রস্তাবনা দেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.