তারেকুল ইসলাম: (কুমিল্লা জেলা প্রতিনিধি): আজকের জাগরণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৫ (বুড়িচং - ব্রাক্ষণপাড়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ড. মোবারক হোসাইন। আসনের দুই উপজেলা প্রশাসন এর নিকট থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জনতার ইশতেহার মতামত গ্রহন বোর্ড উন্মোচন করেন তিনি।
আজ ১৭ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায়, ব্রাক্ষণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে ব্রাক্ষণপাড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে এবং ১ ঘটিকায় বুড়িচং উপজেলা প্রশাসনের পক্ষে বুড়িচং উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ড. মোবারক হোসাইন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ২০১৮ সালে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। বুড়িচং - ব্রাক্ষণপাড়া জনপদের উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন বুড়িচং ব্রাক্ষণপাড়া উন্নয়ন ফোরাম সংস্থা।
একই সময়ে দুইটি উপজেলার মূল বাজারে তিনি জনতার ইশতেহার (মতামত দিন) শিরোনামে দুইটি বোর্ড উন্মুক্ত করেন। ড. মোবারক হোসাইন বলেন, " আমাদের ইশতেহার হবে সাধারণ জনতার ইশতেহার। আমরা দূর্নীতি, চাদাবাজি, অন্যায় জুলুমের বিপক্ষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব। "
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর হোসেন, কুমিল্লা ৫ আসনে নির্বাচন কমিটির সদস্য সচিব আব্দুল আউয়াল, সাবেক বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, সাবেক ব্রাক্ষণপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিকি সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.