মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: আজকের জাগরণ
ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়।
বুধবার (৩১ শে ডিসেম্বর) সকাল ০৬:০০ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।
সকালের শুরু থেকেই চুয়াডাঙ্গার আকাশ ছিল কুয়াশা ও মেঘে আচ্ছন্ন। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি সকাল বেলায়। এর সঙ্গে উত্তরের দিক থেকে বয়ে যাওয়া কনকনে হিমেল হাওয়া শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। ফলে শহর ও গ্রাম—উভয় এলাকাতেই জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্নবিত্ত মানুষ। চুয়াডাঙ্গার বিভিন্ন বস্তি ও গ্রামের খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন অনেকে।
পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে তাদের কষ্ট বেড়েছে। অন্যদিকে শীত বাড়ায় গরম কাপড়ের দোকানগুলোতেও ভিড় লক্ষ করা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র শীতে মানুষজন জুবুথুবু অবস্থায় দিন কাটাচ্ছেন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্করা বেশি ভুগছেন।
শুষ্ক আবহাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে বায়ুদূষণও বাড়ছে, যা শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এর প্রভাব পড়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, শীতজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন,বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ।
তিনি আরও বলেন, উত্তরের এই শীতল বাতাস আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে, ফলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.