গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: আজকের জাগরণ
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান সোমবার দিনব্যাপী চারটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন।
দিনের শুরুতে তিনি ঢাকার জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) আয়োজিত “গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সেখানে গ্রাম পুলিশের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে ধরে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এরপর তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, গোপালগঞ্জ আয়োজিত ইমামদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। তিনি ইমামদের মাধ্যমে মাঠপর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আয়োজিত নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাসে যোগ দেন। তিনি কারিগরি ও শিল্পমুখী শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
দিনের শেষ কর্মসূচিতে তিনি ইমাম প্রশিক্ষণ একাডেমি, গোপালগঞ্জ আয়োজিত বিভিন্ন জেলার ইমামদের অংশগ্রহণে নিয়মিত প্রশিক্ষণ কোর্স—২০২৫ এর সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সমাজসচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.