গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: আজকের জাগরণ
কারাবন্দীদের মানবিক সেবা নিশ্চিত করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। তারই অংশ হিসেবে ০৭ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান জেলা কারাগার, গোপালগঞ্জ সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি মূলত কারাগারের নিরাপত্তা ব্যবস্থা, খাদ্যমান, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ এবং পুনর্বাসন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি কারাগারে অবস্থানরত নারী বন্দীদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সম্প্রসারণের নির্দেশনা দেন। যাতে মুক্তির পর তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। পাশাপাশি বন্দীদের জন্য মানসম্মত খাবার সরবরাহ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসাসেবা উন্নত করার বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা ম্যাজিস্ট্রেট বলেন, কারাগার শুধু দণ্ড কার্যকরের স্থান নয়, বরং সংশোধন ও পুনর্বাসনের অন্যতম প্রতিষ্ঠান। তাই বন্দীদের মৌলিক অধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং কারাগারে নিরাপদ ও মানবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ, জেলা সুপার, সিভিল সার্জনসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ। তারা কারাগারের চলমান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন।
পরিদর্শন শেষে জনাব মোঃ আরিফ-উজ-জামান কারাগারের ভেতরের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে নিরাপত্তা এবং সেবার মানোন্নয়নে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.