নিজস্ব প্রতিবেদক: আজকের জাগরণ
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা-কর্মীর পদত্যাগের হিড়িক পড়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের আরও তিন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। এনিয়ে গত তিনদিনে ১৮ নেতা-কর্মী আওয়ামী লীগ ও দলীয় পদ থেকে পদত্যাগ করলেন।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন দুই আওয়ামী লীগ নেতা।
পদত্যাগকারী নেতারা হলেন- মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সদস্য মো. নাদিম মুন্সী ও মো. রফিকুল ইসলাম মুন্সী এবং ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. নাদিম মুন্সী জানান, আমি মো. নাদিম মুন্সী মুকসুদপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সদস্য হিসাবে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি।
তিনি আরও বলেন, আজ থেকে আমাদের সংগে আওয়ামী লীগের আর কোনও সম্পর্ক নেই। আমরা আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হবো না।
অপরদিকে, বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মোনায়েম হোসেন।
সংবাদ সম্মেলনে কিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাবড়াশুর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলাম। শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বেচ্ছায় প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছেন। আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের আর কোনও সম্পর্ক নেই। ভবিষ্যতে আমি আর কখনো রাজনীতির সঙ্গে জড়িত হবো না।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে মুকসুদপুর থেকে ১০ ও টুঙ্গিপাড়া থেকে ৪ আওয়ামী আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতা পদত্যাগ করেন। এছাড়া শুক্রবার (১৯ ডিসেম্বর) কোটালীপাড়া থেকে যুবলীগ এক নেতা পদত্যাগ করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.