গোপালগঞ্জ জেলা প্ৰতিনিধি: আজকের জাগরণ ।
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫। এ উপলক্ষ্যে ০৩ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, গোপালগঞ্জের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল—“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।”
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থীসহ অনেকে অংশগ্রহণ করেন। র্যালি শেষে আলোচনা সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.