
নিজস্ব প্রতিবেদক | গোপালগঞ্জ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে গোপালগঞ্জে জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসন, গোপালগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস, গোপালগঞ্জের যৌথ আয়োজনে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে এবং ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে।
ফাইনাল খেলায় হাজী লালমিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ সদর ১-০ গোলে সরকারি মুকসুদপুর কলেজ, মুকসুদপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মো: আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। এ সময় জেলা প্রশাসন ও ক্রীড়া দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্রীড়ানুরাগী দর্শকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.