বিশেষ প্ৰতিবেদক: আজকের জাগরণ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে জনাব মাহমুদ আশিক কবিরকে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পূর্বে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন পদায়নের মাধ্যমে এখন তিনি মুকসুদপুর উপজেলার প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবেন।
এ প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, ১১ ডিসেম্বর ২০২৫ তারিখের ভিতরে সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগদানের নির্দেশ পেয়েছেন। যোগদান না করলে বর্তমান কর্মস্থল হতে তাঁরা স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য হবেন।
মুকসুদপুরে নতুন ইউএনও হিসেবে জনাব মাহমুদ আশিক কবিরের আগমনকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁর নেতৃত্বে উপজেলার উন্নয়ন ও সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.