আরেফিন মুক্তা, মুকসুদপুর প্রতিনিধি (গোপালগঞ্জ): আজকের জাগরণ।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে ডাব চুরি করতে গিয়ে ধস্তাধস্তিতে বাড়ির মালিক মোয়াজ্জেম শিকদার (৬০) নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—দিগনগর গ্রামের মুন্না ফকির (২০), পিতা—তারা ফকির এবং হাসিব ফকির (১৯), পিতা—মৃত আসলাম ফকির।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মুন্না ও হাসিব মোয়াজ্জেম শিকদারের বাড়িতে ডাব চুরি করতে প্রবেশ করলে বাড়ির মালিক তাদের ধরে ফেলেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে তিনি মাটিতে পড়ে আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, “ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দুই যুবককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।”
গ্রেপ্তার দুইজনকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.