স্টাফ রিপোর্টার | আজকের জাগরণ
কুষ্টিয়া অঞ্চলের দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আঞ্চলিক প্রধান এবং উপপরিচালক মাইনুল হাসান রওশানি-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) কুষ্টিয়ায় ইন্টিগ্রেটেড জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যায়যায়দিন-এর মুকসুদপুর উপজেলা প্রতিনিধি এবং জাতীয় অনলাইন সংবাদমাধ্যম নজরবিডি ডটকম-এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ছিরু মিয়া। এ সময় সাংবাদিকতা, দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উপপরিচালক মাইনুল হাসান রওশানি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, দুদক সাংবাদিক সমাজের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করে জনস্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।
মোঃ ছিরু মিয়া বলেন, দুর্নীতি প্রতিরোধে দুদকের কার্যক্রমকে গণমাধ্যম সবসময় ইতিবাচকভাবে তুলে ধরবে। তিনি আশাবাদ প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরও সুদৃঢ় করবে।
সাক্ষাত শেষে সংশ্লিষ্ট সবাই ভবিষ্যতে জনস্বার্থে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.