নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ | মুকসুদপুর (গোপালগঞ্জ),
০৬ নভেম্বর ২০২৫:
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার উপ পরিচালক (স্থানীয় সরকার) জনাব বিশ্বজিৎ কুমার পাল।
সভাটি সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (উপঃ নি: অঃ) জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা।
সভায় প্রধান অতিথি জনাব বিশ্বজিৎ কুমার পাল বলেন,
> “জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক জীবনের একটি মৌলিক অধিকার এবং জাতীয় উন্নয়নের ভিত্তি। জন্ম নিবন্ধন না করলে মোবাইল কোর্টের মাধ্যমে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। তাই প্রতিটি নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন,
> “অনেক নাগরিক জন্ম নিবন্ধন করতে আগ্রহী নয়। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে —
১️⃣ পিতা-মাতার জন্ম নিবন্ধন না থাকা,
২️⃣ কেউ কেউ বয়স কমিয়ে দেখাতে চান,
৩️⃣ অনেকে মনে করেন এনআইডি (জাতীয় পরিচয়পত্র) দিয়েই সব কাজ করা যায়।
এসব সমস্যা চিহ্নিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে।”
তিনি জানান,
> “চলতি মাসে গোপালগঞ্জ জেলার অবস্থান সারাদেশে ৫২তম, যেখানে ০ থেকে ১ বছর বয়সী শিশুদের মধ্যে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ২,৩২৬ জন, কিন্তু সেই টার্গেট পূরণ সম্ভব হয়নি।”
সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা তাঁর বক্তব্যে বলেন,
> “প্রতিটি নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের একসাথে কাজ করতে হবে যাতে কেউ নিবন্ধনবিহীন না থাকে।”
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দসহ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল ও শতভাগ সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভা শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.