
ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মারুফাত হুসাইন (বিপি:৭৪০৬১১৮০৩২)। দিনাজপুর জেলার এসপি হিসাবে সফল দায়িত্বপালনের খ্যাতি থাকা এই কর্মকর্তা জনবান্ধব পুলিশিং ও মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য অধিক পরিচিত।
রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে ফরিদপুরে তার বদলির সিদ্ধান্ত ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপ-সচিব আবু সাঈদ।
বিসিএস ২৫তম (পুলিশ) ব্যাচের মো. মারুফাত হুসাইন চলতি বছরের ফেব্রুয়ারিতে দিনাজপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র সাত মাসের মধ্যে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জেলায় প্রশংসা অর্জন করেন।
উল্লেখ্য যে, ৫ই আগস্টের,২০২৪ পরবর্তী সময়ে রাজশাহী রেঞ্জের অপরাধ পর্যালোচনায় পর পর দুই বার রাজশাহী রেঞ্জের বেস্ট এসপি মনোনীত হন জনাব মোঃ মারুফাত হুসাইন (মারুফ)।
স্থানীয়রা আশা করছেন, ফরিদপুরে যোগদানের পর মো. মারুফাত হুসাইন জেলার আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করবেন এবং জনগণের নিরাপত্তা জোরদার করবেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.