কক্সবাজার প্রতিনিধি | আজকের জাগরণ
কক্সবাজারের ঈদগাঁওতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘ঈদগাহ সেবা ডায়াগনস্টিক সেন্টার’। বাসস্টেশনের জাপান মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত এ প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এস এম আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রোকসানা আফাজ এবং হাসপাতালের চেয়ারম্যান ডা. সৈয়দ মোস্তফা মিজান।
এছাড়া পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদুল আলম, পল্লী চিকিৎসক আব্দুল হামিদ, ওসমান গনি, এমডি মোহাম্মদ ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টাফবৃন্দ।
উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তিন দিনব্যাপী ফ্রি ডাক্তার ভিজিট ও প্যাথলজিক্যাল পরীক্ষায় ৩০% ডিসকাউন্ট ঘোষণা করেছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, নরমাল ডেলিভারি, নিরাপদ ও পরিচ্ছন্ন ব্রেস্ট ফিডিং এরিয়া, এবং নির্ভরযোগ্য টেস্ট রিপোর্টসহ সবধরনের প্যাথলজিক্যাল সেবার ব্যবস্থা থাকবে।
উদ্বোধন উপলক্ষে সড়কে নির্মিত হয় সুদৃশ্য ফটক এবং হাসপাতালের অভ্যন্তর সাজানো হয় বেলুনে। উদ্বোধনী দিনেই বিভিন্ন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.