
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, তাদের এ দেশে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গণতান্ত্রিক বাম ঐক্যের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বরকত উল্লাহ বুলু বলেন, “নির্বাহী আদেশে সংবিধানের কোনো হেরফের করা যাবে না। ডাকসুর ভোটের সবকিছু তদন্ত হওয়া উচিত। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান শেখ হাসিনার সব অপকর্মের বিচার করতে হবে। এছাড়া ৩০ লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে, তাদেরও বিচার হওয়া জরুরি।”
আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক বা অন্য কোনো দিনের গণভোট হোক—দুটিই একই কথা। ফেব্রুয়ারির নির্বাচনে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। এমনকি আগামী বছর নির্বাচন হবে কি না, সেটিও অনিশ্চিত।”
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.